সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রুহানি

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এরইমধ্যে নিউইয়র্ক পৌঁছেছেন। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে জানিয়েছে, সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট হাসান রুহানি সোমবার নিউইয়র্কে পৌঁছাবেন।

হাসান রুহানি

১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। আগামী মঙ্গলবার থেকে শীর্ষ নেতাদের ভাষণ শুরু হবে। পার্স টুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ওই অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য সোমবার নিউইয়র্ক পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

পার্স টুডের খবরে বলা হয়েছে, গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের নিউইয়র্কে পৌঁছার কথা থাকলেও মার্কিন বিদ্বেষী আচরণের কারণে তা সম্ভব হয়নি। ইরানের অভিযোগ, আমেরিকা কয়েকদিন দেরি করে তাদের প্রতিনিধিদলকে ভিসা দিয়েছে। তবে এরইমধ্যে নিউইয়র্কে পৌঁছে গেছেন জারিফ। তিনি সেখানে সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।