বিজেপি নয়, তৃণমূলেই থাকছেন দেবশ্রী

তৃণমূলের আইনপ্রণেতা অভিনেত্রী দেবশ্রী রায় গত মাসে (আগস্ট) বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল তিনি মোদির দলে যোগ দিচ্ছেন। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই গুঞ্জনকে মিথ্যা বলে দাবি করেছেন দেবশ্রী।

দেবশ্রী রায়

১৪ আগস্ট বিজেপির দিল্লি সদর দফতরে যান দেবশ্রী। সেখানে তাকে পদ্ম পতাকা হাতে দেখা যায়। সে সময় গুজব ওঠে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিচ্ছেন এক সময়ের স্বনামধন্য এই অভিনেত্রী। এক মাসেরও বেশি সময় পর এসে এ ব্যাপারে মুখ খুললেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এখন বললেন, ‘বিজেপিতে কেন যোগ দিতে যাব? আমি তো তৃণমূলেই আছি।’

সেদিন তাহলে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে গিয়েছিলেন কেন? এমন প্রশ্নের জবাবে টালিউড নায়িকা বলেন, ‘আমার এনজিওর কাজে গিয়েছিলাম। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না নরেন্দ্র মোদির কাছে! দরকার হলে যাব না? এনজিওর ভালর জন্য গিয়েছিলাম। আমি একজন প্রাপ্তবয়স্ক, যেতেই পারি। তবে বিজেপিতে যোগ দিতে যাইনি।’