কাশ্মির কি ভারতের উপনিবেশ: ইলতিজা মুফতির প্রশ্ন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ও বিশেষ মর্যাদা বাতিলের সমালোচনা করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তোলেন, জম্মু-কাশ্মির ভারতের উপনিবেশ কিনা।

ইলতিজা মুফতি

২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে ঘিরে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। জারি করা হয়েছে বিধিনিষেধ। ৩৯ দিন পর সম্প্রতি কারফিউ তুলে নিলেও থমথমে পরিস্থিতি যায়নি কাশ্মিরের। এখনও আটক রয়েছেন সেখানকার শত শত নেতাকর্মী। তাদের মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও রয়েছেন।

মুম্বাইয়ে ইন্ডিয়া টুডের সাংবাদিক রাজদীপ সরদেশাইকে দেওয়া সাক্ষাৎকারে মেহবুবার মেয়ে ইলতিজা মুফতি ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তকে বিজেপির ‘ঔপনিবেশিক প্রকল্প’ আখ্যা দেন। বলেন, ‘জম্মু-কাশ্মির কি ভারতের উপনিবেশ? তারা (বিজেপি সরকার) দমনমূলক বাহিনীর দ্বারা নিপীড়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। কাশ্মির এখন গুজবের আখড়ায় পরিণত হয়েছে। সেখানে কোনও স্বাভাবিকতা নেই।’  

ইলতিজা বলেন, ‘কাশ্মিরিরা গত এক মাস ধরে খাঁচাবন্দি রয়েছে। উন্নয়নের সঙ্গে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের কোনও সম্পর্ক নেই।’ এ সময় তিনি জম্মু-কাশ্মিরেকে সংবিধানে বিশেষ মর্যাদা দেওয়া উত্তরপ্রদেশ ও বিহারের মতো অন্যান্য প্রদেশের সঙ্গে তুলনা করেন। বলেন, ‘বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও বিহারের সামাজিক-অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তুলনামূলকভাবে জম্মু-কাশ্মিরের অবস্থা ভালো ছিল। বিহার বা উত্তরপ্রদেশের মতো রাজ্যের উন্নয়নের অভাবকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন?’