X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

আমেরিকান পণ্যে ‘শূন্য শুল্ক’ নিতে রাজি ভারত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৫, ১৬:৪৩আপডেট : ১৫ মে ২০২৫, ১৭:২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে সব ধরনের শুল্ক বাতিল করতে প্রস্তুত রয়েছে। বুধবার (১৪ মে) কাতারের দোহায় এক অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প। বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের এমন একটি প্রস্তাব দিয়েছে যেখানে তারা আসলে কোনও শুল্কই নিতে চায় না।’

ভারত সরকার এখনও ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে কোনও মন্তব্য করেনি। বিবিসি ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করেছে।

এখন পর্যন্ত এই প্রস্তাবিত চুক্তি সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

দোহায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে বোয়িং জেটসহ বেশ কয়েকটি চুক্তির ঘোষণা দেন।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প আরও জানান যে তিনি অ্যাপল সিইও টিম কুককে বলেছেন যেন তিনি ভারতে উৎপাদন না বাড়ান।

ট্রাম্পের ভাষায়, ‘আমি বলেছি, আমি চাই না তুমি ভারতে উৎপাদন করো।’ তিনি আরও জানান, অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বাড়াবে।

চলতি মাসের শুরুতে অ্যাপল জানায়, তারা অধিকাংশ আইফোনের উৎপাদন চীন থেকে ভারতে সরিয়ে নিচ্ছে। আর আইপ্যাড ও অ্যাপল ওয়াচের মতো পণ্যের জন্য ভিয়েতনামকে বড় উৎপাদন কেন্দ্র করা হচ্ছে।

এপ্রিল মাসে ট্রাম্প ভারতীয় পণ্যে সর্বোচ্চ ২৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন। ট্রাম্প যে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রেখেছেন, তার মেয়াদ ৯ জুলাই শেষ হবে। এর আগেই দিল্লি একটি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ছিল ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৯০ বিলিয়ন ডলার।

/এস/এমওএফ/
সম্পর্কিত
ভারতে সোফিয়া কুরেশিকে নিয়ে তীর্যক মন্তব্য করায় মন্ত্রীকে সুপ্রিম কোর্টের তিরস্কার
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১১ বাংলাদেশি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৬০
সর্বশেষ খবর
জেট ফুয়েলের দাম কমায় ভাড়া কমানো আহ্বান, সাড়া দিচ্ছে এয়ারলাইনগুলো
জেট ফুয়েলের দাম কমায় ভাড়া কমানো আহ্বান, সাড়া দিচ্ছে এয়ারলাইনগুলো
একপক্ষকে সাদরে বরণ, জবি শিক্ষার্থীদের লাঠিচার্জ কেন: রিজভী
একপক্ষকে সাদরে বরণ, জবি শিক্ষার্থীদের লাঠিচার্জ কেন: রিজভী
রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি আমরা: মির্জা আব্বাস
আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি আমরা: মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক