X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

আমেরিকান পণ্যে ‘শূন্য শুল্ক’ নিতে রাজি ভারত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৫, ১৬:৪৩আপডেট : ১৫ মে ২০২৫, ১৭:২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে সব ধরনের শুল্ক বাতিল করতে প্রস্তুত রয়েছে। বুধবার (১৪ মে) কাতারের দোহায় এক অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প। বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের এমন একটি প্রস্তাব দিয়েছে যেখানে তারা আসলে কোনও শুল্কই নিতে চায় না।’

ভারত সরকার এখনও ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে কোনও মন্তব্য করেনি। বিবিসি ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করেছে।

এখন পর্যন্ত এই প্রস্তাবিত চুক্তি সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

দোহায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে বোয়িং জেটসহ বেশ কয়েকটি চুক্তির ঘোষণা দেন।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প আরও জানান যে তিনি অ্যাপল সিইও টিম কুককে বলেছেন যেন তিনি ভারতে উৎপাদন না বাড়ান।

ট্রাম্পের ভাষায়, ‘আমি বলেছি, আমি চাই না তুমি ভারতে উৎপাদন করো।’ তিনি আরও জানান, অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বাড়াবে।

চলতি মাসের শুরুতে অ্যাপল জানায়, তারা অধিকাংশ আইফোনের উৎপাদন চীন থেকে ভারতে সরিয়ে নিচ্ছে। আর আইপ্যাড ও অ্যাপল ওয়াচের মতো পণ্যের জন্য ভিয়েতনামকে বড় উৎপাদন কেন্দ্র করা হচ্ছে।

এপ্রিল মাসে ট্রাম্প ভারতীয় পণ্যে সর্বোচ্চ ২৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন। ট্রাম্প যে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রেখেছেন, তার মেয়াদ ৯ জুলাই শেষ হবে। এর আগেই দিল্লি একটি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ছিল ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৯০ বিলিয়ন ডলার।

/এস/এমওএফ/
সম্পর্কিত
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
সর্বশেষ খবর
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের সার্থকতা: ধর্ম উপদেষ্টা
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের সার্থকতা: ধর্ম উপদেষ্টা
৫ আগস্ট দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম তা এখনও পূরণ হয়নি: সারজিস আলম
৫ আগস্ট দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম তা এখনও পূরণ হয়নি: সারজিস আলম
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে