কাশ্মিরের বিলাসবহুল এক হোটেল এখন ‘রাজনৈতিক কারাগার’

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জাবারওয়ান পর্বতমালার পাদদেশে দৃষ্টিনন্দন মনোরম ও বিলাসবহুল চার তারকা হোটেল সেঞ্চাউর লেক ভিউ। উপত্যকার বিশেষ মর্যাদা বাতিল করে একে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর গ্রেফতার হওয়া রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের একাংশকে আটক রাখা হয়েছে ওই হোটেলে। সাম্প্রতিক বাস্তবতাকে আমলে নিয়ে সাউথ এশিয়ান মনিটরের এক প্রতিবেদনে হোটেলটিকে ‘রাজনৈতিক কারাগার’ আখ্যা দেওয়া হয়েছে।how-a-four-star-hotel-in-indian-held-kashmir-became-a-political-prison

২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে ঘিরে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা।  সেখানকার অধিবাসীদের ওপর চলাচলে রয়েছে বিধিনিষেধ। পর্যটন কেন্দ্রিক ব্যবস্থা-বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে। বন্ধ রয়েছে বিনোদন কেন্দ্রগুলো। ৩৯ দিন পর কারফিউ তুলে নেওয়া হলেও উপত্যকায় এখনও ফেরেনি স্বাভাবিকতা।

বিশেষ মর্যাদা বাতিলের পর কাশ্মিরে গণগ্রেফতার চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কাশ্মিরি রাজনীতিবিদ, নাগরিক সমাজের সদস্য, আইনজীবী ও অ্যাক্টিভিস্টও রয়েছেন। তাদের একাংশকে কাশ্মির উপত্যকার অস্থায়ী কারাগারগুলোতে রাখা হয়েছে। বন্দিদের মধ্যে আবদুল্লাহর ছেলে ও নাতিও রয়েছেন। অস্থায়ী কারাগারগুলোর একটি হোটেল সেঞ্চাউর লেক ভিউ। এর ২৫২টি কক্ষের মধ্য প্রায় ৫০টিকে কারাকক্ষে পরিণত করা হয়েছে। ওই কক্ষগুলোতে পর্যটকের স্থানে থাকছেন বন্দি, শেফদের কাজ করছেন কারা-পাচকেরা। আর পুলিশ অফিসারেরা কার্যত জেল সুপারিনটেনডেন্টের দায়িত্ব পালন করছেন। ভেতরে নেতারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্ত হয়ে উদ্বিগ্ন চেহারায় বসে আছেন।

প্রায় ৩৫ বছর আগে নির্মিত হোটেলটির মালিক হোটেল করপোরেশন অব ইন্ডিয়া। এটি এয়ার ইন্ডিয়ার একটি সহযোগী প্রতিষ্ঠান। সাবেক মুখ্যমন্ত্রী ও কাশ্মিরের প্রাচীনতম রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স পার্টির প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ আবদুল্লাহর পরিকল্পনায় নির্মাণ করা হয় এটি। কাশ্মির উপত্যকার জাবারওয়ান পর্বতমালার পাদদেশে ১৩ একর জায়গাজুড়ে অবস্থিত হোটেলটি পুলিশ ও আধা সামরিক বাহিনীসহ তিন স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকত সবসময়। তবে গত সাত সপ্তাহ ধরে এটি অস্থায়ী কারাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে।