দুর্গোৎসবের মাইকে আজান, ধ্বনিত হলো সম্প্রীতির আহ্বান

কোনও ধর্ম কখনও অন্য ধর্মকে আঘাত করার কথা বলেনি। কোনও ধর্মগ্রন্থেও এর উল্লেখও নেই। সেই ভাবনা থেকেই এসেছে কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লীর দুর্গাপুজোর থিম। পূজামণ্ডপ সাজানো হয়েছে হিন্দু ছাড়াও নানা ধর্মের রীতিনীতি এবং ছবির নিদর্শনের মাধ্যমে। দুর্গা প্রতিমার হাতে দেওয়া হয়নি কোনও অস্ত্র। মণ্ডপের শুরুতেই দেখা যাচ্ছে একটি বড় ছাতা। আর সেই ছাতার তলায় রয়েছে মন্দির-মসজিদ-গির্জা। সম্প্রীতির আহ্বান জানিয়ে পূজামণ্ডপ থেকে বাজানো হচ্ছে আজান।Beleghata 12
দুর্গাপুজোর এই থিম যে শিল্পীর মাথা থেকে এসেছে তিনি রিন্টু দাস। তার ভাষায়, ‘আমাদের থিমের বিষয়বস্তু হচ্ছে, আমরা সবাই এক, কেউ একা নই। সাম্প্রদায়িকতা ভুলে সবাই যাতে সম্প্রীতির পথে চলি সেই বার্তাই দেওয়া হয়েছে। মায়ের হাতে অস্ত্র নেই। সেটা যুদ্ধ ভুলে শান্তির বার্তা।’ সূত্র: কলকাতা টাইমস ২৪।