জার্মানিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

জার্মানির হল শহরে বন্দুকধারীর হামরায় অন্তত দুইজন নিহত হয়েছেন। গুলি করার পর হামলাকারী গাড়িতে করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

WireAP_4185fb7b695e4f85a4aa8c1e405c0491_12x5_992

পুলিশ জানিয়েছে, হামলাকারী এখনও পলাতক রয়েছে। তাকে খোঁজা হচ্ছে। স্থানীয়দের বাড়িতে সাবধানে থাকার জন্য সতর্ক করে দেওযা হয়েছে।

এক টুইটবার্তায় স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিকভাবে আমরা দুজনের মৃত্যুর কথা জানতে পেরেছি। বেশ কয়েকটি গুলি চালিয়ে হামলাকারী গাড়িতে করে পালিয়ে গেছে।

রেলওয়ে প্রতিষ্ঠান ডয়চে বাহ্ন জানায়, কেন্দ্রীয় ট্রেন স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম বিল্ড ডেইলি জানায়, ইহুদীদের উপাসনালয় সিনাগগের সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে। এছাড়া ওই উপাসনালয়ে একটি গ্রেনেডও নিক্ষেপ করা হয়। এই প্রতিবেদনের তথ্যের সত্যতা এখনও নিশ্চিত করেনি পুলিশ।