মোদি-শি জিনপিং বৈঠকের নিরাপত্তায় ৫ হাজার পুলিশ ও যুদ্ধজাহাজ মোতায়েন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনিপিং-এর মধ্যকার অনানুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর মামাল্লাপুরাম শহরে। এই সম্মেলন ঘিরে সমুদ্র তীরবর্তী ঐতিহাসিক এই শহর ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী এই শহরের নজরদারিতে মোতায়েন করা হয়েছে ৫ হাজার পুলিশ সদস্য। এছাড়া সমুদ্র উপকূলের সামান্য দূরে দূরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও কোস্টগার্ডের টহল জাহাজও মোতায়েন করা হয়েছে।গত বছর চীনের উহান শহরে শি জিনপিং ও নরেন্দ্র মোদি

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মামাল্লাপুরাম শহরে টহল বাড়ানোর পাশাপাশি বিশ্ব ঐতিহ্য ঘোষিত স্মৃতিচিহ্নগুলোর ওপর নজরদারি করতে আটশো সিসিটিভি স্থাপন করা হয়েছে।

সপ্তম ও অষ্টম শতাব্দীর পল্লভা সাম্রাজ্যের স্মৃতি বিজড়িত এই শহরের প্রবেশ কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব স্থানে স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ পোস্ট।

ইতিমধ্যেই মহাবলিপুরাম নামে পরিচিত মামাল্লাপুরাম শহরে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সমুদ্রে সার্ফিং ও মাছ ধরাও নিষিদ্ধ রয়েছে।

দুই নেতার গাড়িবহর যেসব রাস্তা দিয়ে যাওয়ার কথা রয়েছে সেসব রাস্তার দুইপাশের বিশ্ব ঐতিহ্য ও ব্যক্তিগত সম্পত্তিতে নতুন করে রঙ লাগানো হয়েছে। উৎসাহী মানুষদের দূরে রাখতে রাস্তার কোনও কোনও জায়গায় স্থাপন করা হয়েছে ব্যারিকেড।

চীন ও ভারতের দুই নেতা মামাল্লাপুরাম শহরের প্রাচীন মন্দির পরিদর্শনসহ শুক্র ও শনিবার বিলাসবহুল অবকাশকেন্দ্রে সময় কাটাবেন।

গত বছর দুই দেশের সীমান্তে উত্তেজনার পর চীনের উহান শহরে প্রথমবার অনানুষ্ঠানিক সম্মেলনে মিলিত হয়েছিলেন নরেন্দ্র মোদি ও শি জিনপিং।