ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৪

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকার একটি বেসরকারি সামাজিক ক্লাবে বন্দুকধারী হামলা চালিয়েছে। শনিবারের এই হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এখবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

5ed151e9-a864-4b35-879c-43cc65a24e43

এনবিসিসহ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্রাউন হেইটস এলাকার ইউটিকা অ্যাভিনিউর একটি সামাজিক ক্লাবে স্থানীয় সময় সকাল সাতটায় গুলিবর্ষণের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তিনজন জীবিত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। এদের মধ্যে একজন পুরুষের হাতে গুলি লেগেছে। অপর এক নারী ও পুরুষ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র ব্রায়ান মাগুলাঘান জানান, অন্তত চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী বা মোটিভ সম্পর্কে পুলিশের কাছে কোনও তথ্য নেই।

পুলিশ আরও জানায়, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না।