সিরিয়ায় তুরস্কের অভিযানে গৃহহীন ৩ লাখ মানুষ

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় তুরস্কের অভিযানে এখন পর্যন্ত তিন লাখেরও বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

image

২০১৯ সালের ৯ অক্টোবর তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। আঙ্কারা বলছে, তুরস্কে আশ্রয় নেওয়া ২০ লাখেরও বেশি শরণার্থীকে পুনর্বাসনের জন্য সেখানে তারা একটি সেফ জোন গড়ে তুলতে চায়।

সংস্থাটির প্রধান রামি আবদেল রাহমান বলেন, ‘তুরস্ক অভিযান শুরু করার পর থেকে তিন লাখেরও বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৭১ জন বেসামরিক।

এর আগে জাতিসংঘের মানবাদিকার সমন্বয়ক বিষয়ক দফতর জানিয়েছিলো ১ লাখ ৬০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তবে সিরিয়ান অবজারভেটরি সংস্থার হিসেব অনুযায়ী এই সংখ্যা প্রায় দ্বিগুণ।  

রামি আবদেল রহমান বলেন, বেসামরিকরা তাল আবায়দ ও কোবানি থেকে পালিয়ে যাচ্ছে। তারা সবাই বিপদে রয়েছেন। মাথার ওপর কোনও ছাদ নেই তাদের। স্কুলে আশ্রয় নিয়েছেন অনেকে।