অস্ট্রেলিয়ায় ৩৫০ শরণার্থীর প্রাণহানির ঘটনায় ইরাকি নাগরিক গ্রেফতার

সমুদ্রে ডুবে ৩৫০ শরণার্থীর প্রাণহানির ঘটনায় মাথেম রাধী নামের ৪৩ বছরের এক ইরাকি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় সম্পৃক্ততার দায়ে নিউ জিল্যান্ড থেকে হস্তান্তরের পর শুক্রবার অস্ট্রেলিয়ার ব্রিসবেন এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শরণার্থীদের প্রাণহানির ঘটনায় তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে।noname
২০০১ সালের ওই মর্মান্তিক ঘটনায় অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে চেয়েছিল শরণার্থীরা। তবে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের ফলে তাদেরকে বহনকারী নৌকাটি মাঝ দরিয়ায় ডুবে যায়। মারা যান নৌকাটির ৩৫০ আরোহী।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অবৈধভাবে শরণার্থী অনুপ্রবেশের অপচেষ্টায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

পুলিশ জানিয়েছে, মাথেম রাধী নামের ওই ব্যক্তি দীর্ঘদিন থেকেই একটি মানবপাচারী সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। ওই সিন্ডিকেটের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার একটি মাছ ধরার নৌকায় করে ৪২১ শরণার্থীকে পাচারের অভিযোগ রয়েছে। এদের বেশিরভাগই ইরাক ও আফগানিস্তানের নাগরিক। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স।