পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় সেনাসহ নিহত ৩

কাশ্মির সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে দুই ভারতীয় সেনাসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন বেসামরিক। রবিবার কুপওয়ারা জেলার তনঘর সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলায় দুইটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতীয় বাহিনীর দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে।

এর আগে গত সপ্তাহে জম্মু-কাশ্মিরের বারামুল্লায় নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানি বাহিনীর গুলিতে সন্তোষ গোপ (২৭) নামে এক ভারতীয় সেনা জওয়ান নিহত হন। তিনি ঝাড়খন্ডের গুমলা জেলার বাসিন্দা ছিলেন। ১১ অক্টোবর জম্মু-কাশ্মিরের নৌশেরা সেক্টরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নায়েক সুভাষ থাপা নিহত হন। গোর্খা রেজিমেন্টের সদস্য সুভাষ পশ্চিমবঙ্গের শিলিগুঁড়ির বাগডোগরার বাসিন্দা ছিলেন। সূত্র: এনডিটিভি, পার্স টুডে।