পাকিস্তানে ৪ সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি ভারতের

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের চার ‘সন্ত্রাসী আস্তানা’ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ভারত। জি নিউজের খবরে বলা হয়েছে, রবিবার ভারতীয় বাহিনীর চালানো এ অভিযানে চার থেকে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। গুলি করে হত্যা করা হয়েছে কমপক্ষে ১০-১৫ জঙ্গিকে।20
প্রতিবেদনে বলা হয়, ‘সন্ত্রাসী আস্তানা’গুলোর অবস্থান ছিল কাশ্মিরের তনঘর সেক্টরের উল্টো দিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নীলম ঘাটে।

এর আগে কাশ্মির সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে দুই সেনাসদস্যসহ তিন ভারতীয় নিহত হয়েছে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলায় আহত হয়েছে আরও তিন বেসামরিক। কুপওয়ারা জেলার তনঘর সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় বাহিনীর দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে। এতে পাকিস্তান সীমান্তের অভ্যন্তরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: এনডিটিভি, পার্স টুডে।