কানাডায় সাধারণ নির্বাচনের ভোটগণনা শুরু

কানাডায় সাধারণ নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে।  সোমবার অনুষ্ঠিত দেশটির ৪৩তম সাধারণ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং কনজারভেটিভ পার্টি অব কানাডা-র নেতা অ্যান্ড্রু শির-এর মধ্যে। নির্বাচন পূর্ব জনমত জরিপে অ্যান্ড্রু শির-এর এগিয়ে থাকার পূর্বাভাস দেওয়া হলেও হাল ছাড়তে রাজি নন লিবারেল পার্টি অব কানাডা-র নেতা জাস্টিন ট্রুডো।noname
হাতে ব্যালট গণনার কারণে ফল প্রকাশে কিছুটা সময় লাগতে পারে। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় সোমবার রাতে বা মঙ্গলবার সকালের মধ্যে ফল জানা যাবে।

এবারের নির্বাচনে জয় পেলে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করবেন জাস্টিন ট্রুডো। অন্যথায় প্রধানমন্ত্রীর আবাসিক দফতর ২৪ সাসেক্স ড্রাইভ-এ অভিষেক হবে রক্ষণশীল রাজনীতিক অ্যান্ড্রু শির-এর।

পাঁচ সপ্তাহের নির্বাচনি প্রচারণা শেষে সোমবার হাউস অব কমন্সের ৩৩৮ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এককভাবে সরকার গঠনে প্রয়োজন ১৭০টি আসন।

১০টি প্রদেশ নিয়ে গঠিত কানাডা আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। প্রায় চার কোটি মানুষের দেশটিতে এবারের নির্বাচনে অংশ মোট ছয়টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। দলগুলো হচ্ছে লিবারেল, কনজারভেটিভ, নিউ ডেমোক্রেটিক, ব্লক কুবেকুয়া, গ্রিন ও পিপলস পার্টি অব কানাডা। নির্বাচন পূর্ব জরিপে কনজারভেটিভ পার্টি-র জোরালো অবস্থানের কথা বলা হলেও ভোটের পর দৃশ্যত লিবারেলদের পাল্লাই ভারী বলে প্রতীয়মান হচ্ছে।

নির্বাচনি প্রচারণায় নিজের উদার অভিবাসননীতি নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েন জাস্টিন ট্রুডো। জলবায়ু ইস্যুতেও তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার অভিযোগ উঠে। তবে অভিযোগ-পাল্টা অভিযোগ সত্ত্বেও সোমবার সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।