লেবাননে ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত

লেবাননের দক্ষিণাঞ্চলের আকাশসীমা থেকে ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির জাতীয় বার্তা সংস্থা বুধবার (২৩ অক্টোবর) জানিয়েছে, লেবাননের কে-ফারকেলা গ্রামের ফাতিমা প্রবেশদ্বারের কাছে একজন নাগরিক শিকারি বন্দুক দিয়ে ড্রোনটি গুলি চালিয়ে ভূপাতিত করে।

ehiuct9xuaepbdw

তবে লেবাননের এমটিভি দাবি করেছে, ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর যোদ্ধারা ওই ড্রোন ভূপাতিত করেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্টআই’র প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনীও তাদের একটি ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে। ওই ড্রোনটি ‘রুটিনমাফিক নিরাপত্তা অপারেশনে’ নিয়োজিত ছিল।

এর আগে গত ২৫ আগস্ট ইসরায়েলের দুইটি ড্রোন হিজবুল্লাহ যোদ্ধারা ভূপাতিত করেছিল।

হিজবুল্লাহকে নিজেদের সীমান্তে সবচেয়ে বড় সামরিক হুমকি মনে করে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর কাছে ১ লাখ ৩০ হাজার রকেট ও ক্ষেপণাস্ত্রের বিপুল সংগ্রহ আছে। ২০০৬ সালে সীমান্তে প্রায় মাসব্যাপী সশস্ত্র লড়াইয়ে জড়িয়েছিল ইসরায়েল ও হিজবুল্লাহ।