যুক্তরাষ্ট্রের ভূমিকায় ক্ষুব্ধ ইসরায়েল

সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের প্রায় সব সেনা অপসারণের সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে সেখানে 'আইএস’র (ইসলামিক স্টেট) পুনরুত্থান ঘটার আশঙ্কা প্রকাশ করেছে তেল আবিব। ইসরায়েল মনে করছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কারণে ইরান লাভবান হয়েছে। 

9707324B-1480-4AC9-A1D5-F0B674682120_w1023_r1_s

২০১৯ সালের ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। তুর্কি অভিযান ঘোষণার পর ওই অঞ্চল থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে শুরু করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়াকে ‘পেছন থেকে ছুরিকাঘাত’ বলে মন্তব্য করেছে দেশটি সমর্থিত সিরিয়ায় সক্রিয় থাকা কুর্দি বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্পের রিপাবলিকান মিত্ররাও। 

এবার ট্রাম্পের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত প্রসঙ্গে ইসরায়েল বলছে, ‘যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে ব্যাপক অর্থে ইসরায়েলসহ তার মিত্র দেশগুলোর প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি সম্পর্কে প্রশ্ন উঠেছে। এর কারণে আইএস-এর পুণরুত্থান ঘটতে পারে।’ ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, ‘তেল আবিব তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরালো করছে। ইসরায়েল আশংকা করছে ট্রাম্পের এই সিদ্ধান্তের পর ইরান তেল আবিবের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।’