X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২৫, ১৮:৩৮আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৯:১৮

গাজা উপত্যকার প্রভাবশালী এক বেদুইন গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হামাসের পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে এই নেতা ইয়াসির আবু শাবাবের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ এনে তাকে বিচার মুখোমুখি হতে বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামাসের ‘বিপ্লবী আদালতের’ আদেশে বলা হয়েছে, আবু শাবাবের বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্তের পেছনে রয়েছে গাজায় হামাসের নিয়ন্ত্রণ অস্বীকার করা এবং তাদের বিরুদ্ধে ‘জনস্বার্থবিরোধী কার্যকলাপের’ অভিযোগ।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, আবু শাবাবের অবস্থান সম্পর্কে যে কেউ তথ্য দিলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে তা জানানোর আহ্বান জানানো হচ্ছে। তাকে আত্মসমর্পণের জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

আবু শাবাব বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকাটি বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তার গোষ্ঠীর পক্ষ থেকে এখনও এই আত্মসমর্পণ আদেশের ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। 

রয়টার্সকে হামাসের দুটি সূত্র এবং আরও দুটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামাস ইতোমধ্যে শীর্ষ যোদ্ধাদের একটি দল পাঠিয়েছে আবু শাবাবকে হত্যা করতে। হামাস অভিযোগ করছে, আবু শাবাব জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক লুট করেছেন এবং ইসরায়েলের মদতপুষ্ট।

অন্যদিকে আবু শাবাবের নেতৃত্বাধীন গোষ্ঠী জানিয়েছে, তারা স্থানীয়ভাবে জনপ্রিয় একটি শক্তি, যারা ত্রাণবাহী ট্রাককে লুটপাট থেকে রক্ষা করতে নিরাপত্তা দেয়। তারা হামাসের অভিযোগ অস্বীকার করে বলেছে, আমরা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে কোনও যোগাযোগ রাখি না বা তাদের কাছ থেকে কোনও সমর্থন গ্রহণ করি না। 

এই গোষ্ঠী পাল্টা অভিযোগ করেছে যে হামাস শুধু সহিংসতা চালাচ্ছে এবং ভিন্নমত দমন করছে।

ইসরায়েল আগে থেকেই জানিয়ে এসেছে, তারা হামাসবিরোধী কিছু গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। তবে ঠিক কোন গোষ্ঠী বা কীভাবে তা সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল