যুক্তরাজ্যে ২৯০ ফুট চিমনির ওপরে আটকা পড়া ব্যক্তি নিহত

যুক্তরাজ্যের পরিত্যক্ত একটি কারখানার চিমনির ওপরে আটকে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। প্রায় ১৫ ঘণ্টা ধরে ২৯০ ফুট দীর্ঘ ওই চিমনিতে আটকা পড়েন ৫০-এর কোঠায় থাকা ওই ব্যক্তি। সোমবার তাকে উদ্ধারে হেলিকপ্টার দিয়ে তৎপরতা চালানো হলেও তা ব্যর্থ হয়। পরে বিকেলে নিচে নামিয়ে আনা হলে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে পুলিশ। তবে কিভাবে ওই ব্যক্তি কারলিসলে এলাকায়ি ওই চিমনির ওপরে আটকা পড়েছিলেন তা স্পষ্ট নয়।noname

সোমবার স্থানীয় সময় রাত ২.২০ মিনিটে কারলিসলে এলাকার ডিক্সন চিমনিতে ওই ব্যক্তির আটকে পড়ার খবর পাওয়া যায়। ওই সময়ে হেলিকপ্টার ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়।

পরে স্কটল্যান্ড থেকে একটি বিশেষ চেরি পিকার (উঁচু স্থানে কাজ করতে ব্যবহৃত প্লাটফর্ম) আনা হয়। এটি ব্যবহার করে তাকে নামানো হলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে পুলিশ। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে আর বিশেষজ্ঞ কর্মকর্তারা তার পরিবারকে সহায়তা করছেন।

পুলিশের মুখপাত্র জানান, উদ্ধার তৎপরতার প্রথম দিকে সাড়া দিয়েছিলেন ওই ব্যক্তি। তবে বিশেষজ্ঞ দল চেরি পিকারের মাধ্যমে তার কাছে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে থেকেই তার সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি জানান, ওই ব্যক্তি কেন ও কিভাবে ওই চিমনির ওপরে পৌঁছালো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।