অস্ট্রেলিয়ায় হাঙ্গরের আক্রমণে দুই ব্রিটিশ পর্যটক আহত

অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে হাঙ্গরের আক্রমণে আহত হয়েছেন দুই ব্রিটিশ নাগরিক। দুই জনের অবস্থাই গুরুতর বলে জানা গেছে। আহতদের একজনের বয়স ২২ বছর। অন্যজনের বয়স ২৮ বছর। মঙ্গলবার হুইটসুন্ডে দ্বীপপুঞ্জে সাঁতার কাটতে গিয়ে আক্রান্ত হন তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।13
চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, হাঙ্গরের আক্রমণে গুরুতর আহত দুই জনের পা কেটে গেছে। অন্য কিছু পর্যটকদের পা-ও ক্ষতবিক্ষত হয়েছে।

আক্রান্ত ব্যক্তিদের প্রথমে একটি ট্যুরিস্ট নৌকায় করে উপকূলে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগে সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গ্রেট ব্যারিয়ার রিফ সংলগ্ন হুইটসুন্ডে দ্বীপপুঞ্জে সাম্প্রতিক সময়ে হাঙ্গরের প্রকোপ লক্ষ্যণীয় হয়ে উঠেছে।

মঙ্গলবারের ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি স্নরকেলিং (মাস্ক পরে তাতে নিঃশ্বাস নেওয়ার নল লাগিয়ে সাঁতরানো) করছিলেন। কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র জানান, প্রথমে হাঙ্গর একজন পুরুষ রোগীকে আক্রমণ করে। দৃশ্যত, পরে হাঙ্গরটি আবার ফিরে এসে অন্যজনকে আক্রমণ করে।