বুরকিনা ফাসোতে কানাডীয় প্রতিষ্ঠানের কর্মীবহরে হামলা, নিহত ৩৭

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি কানাডীয় খনন প্রতিষ্ঠানের গাড়িবহরে হামলা চালায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬০ জন। বুধবার এই ঘটনা বিগত ১৫ মাসের মধ্যে তৃতীয় বড় হামলা বলে জানিয়েছেন স্থানায় গভর্নর সাইদু সানাউ।   

edited-burkina-1570941318314

বুরকিনা ফাসো বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। ওই এলাকায় জঙ্গি হামলার ঘটনা নতুন নয়। প্রায়শই এই ধরনের হামলা হয় সেখানে। গত সেপ্টেম্বরেই এক হামলায় ওই অঞ্চলে ৬০ জন প্রাণ হারিয়েছেন। সেখানে ২০১৫ সাল থেকে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে আসছে সরকার। তখন থেকে সেখানে ৫৮৫ জনের অধিক ব্যক্তি মারা গেছেন। বিদ্রোহী গোষ্ঠীটির উৎপত্তি হয় মূলত প্রতিবেশী দেশ মালিতে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয় প্রথমে উত্তরাঞ্চলে এবং পরে তা পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়ে।

গভর্নর সাইদু সিনাও বলেন, বুধবার সকালে অজ্ঞাতসংখ্যক সশস্ত্র ব্যক্তি এই হামলা চালায়।

প্রতিষ্ঠানের ওই পাঁচটি বাসকে সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলো। সেখানেই হামলা চালানো হয় বলে জানিয়েছেন মাইনের মালিক সেমফাও। তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গেই কাজ করছি যেন আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি।

এখনও খনির কার্যক্রম চলছে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি তাা।  

এর আগে ২০১৮ সালের আগস্টে খনিতে যাওয়া গাড়িবহ হামলার শিকার হয়েছিলো। দেশটিতে চার বছর ধরে সহিংসতা চলছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছে ৫ লাখের মতো মানুষ।