তুরস্ক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ইকো-র সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। শুক্রবার রাতে তিনি তুরস্ক পৌঁছান। শনিবার তুরস্কের পর্যটন শহর আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য ইকো সম্মেলনে তেহরানের প্রতিনিধিত্ব করবেন তিনি।
সম্মেলনে ইকো-র ১০টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। এতে আঞ্চলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতি সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। একইসঙ্গে সহযোগিতা জোরদারের পথে বিদ্যমান বাধাগুলো দূরীকরণের উপায় নিয়েও মতবিনিময় হবে।

১৯৮৫ সালে তুরস্ক, পাকিস্তান ও ইরানকে নিয়ে প্রতিষ্ঠিত হয় ইকো। পরে ১৯৯২ সালে তাজিকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, কিরগিজিস্তান, কাজাখস্তান, আযারবাইজান ও তুর্কমেনিস্তান এতে যোগ দেয়। সূত্র: পার্স টুডে।