চিকিৎসার জন্য নওয়াজ শরীফের বিদেশযাত্রা স্থগিত

চিকিৎসার জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পূর্বনির্ধারিত বিদেশ যাত্রা স্থগিত করেছে দেশটির সরকার।  এক্সিট কন্ট্রোল লিস্টে এখনো তার নাম থাকার কারণে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার বিষয়টি আটকে যায়।

19b4719faf81dad69cf3944e94070180-5dc62baf28568

দুর্নীতির দায়ে কারাবন্দি থাকা অবস্থায় গত ২২ অক্টোবর নওয়াজের রক্তের প্লেটলেট অত্যন্ত সংকটজনক মাত্রা ২,০০০-এ নেমে আসলে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। প্লেটলেট কাউন্ট কিছুতেই স্বাভাবিক অবস্থায় আসছে না। এরকম পরিস্থিতিতে শুক্রবার তার দেশত্যাগের নিষেধাজ্ঞা তুলে নিলে ৬৯ বছর বয়সী নওয়াজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেয় তার পরিবার।

সে অনুযায়ী সোমবার পাকিস্তান থেকে কাতারের রাজধানী দোহা হয়ে নওয়াজ শরীফের লন্ডনে যাওয়ার কথা ছিল। তার সঙ্গে ছোটভাই শাহবাজ শরীফ এবং পারিবারিক ডাক্তার আদনান খানের যাওয়ার কথা ছিল। কিন্তু বিদেশযাত্রার বিষয়টি স্থগিত হয়ে যায়। তবে  বিমান টিকিট ক্যানসেল করেননি তিনি। আগামী ২৭ নভেম্বর নওয়াজ শরীফের পাকিস্তান ফিরে আসার কথা ছিল। বিদেশ যাওয়ার বিষয়টি আগেই তিনি পাকিস্তানের আইন মন্ত্রণালয়কে জানিয়েছিলেন। বিদেশের চিকিৎসা নেওয়ার ব্যাপারে লাহোর ও ইসলামাবাদ হাইকোর্ট নওয়াজ শরিফকে জামিন দিয়েছে।  

এই ঘটনার নিন্দা জানিয়েছে তার মেয়ে মরিয়ম নওয়াজ। তিনি বলেন, এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে নাম না থাকায় চিকিৎসকরা বিপাকে পড়েছেন। এখন তাকে প্লাটিলেট বাড়ার জন্য স্টেরয়েড দিতে হবে। তার জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে।   

পাঞ্জাবের গভর্নর চৌধুরী মুহাম্মাদ সারোয়ার বলেছেন, এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে নওয়াজ শরীফের নাম প্রত্যাহার করে নেয়া হবে। লাহোরে সাংবাদিকদের তিনি বলেন, “মেডিক্যাল বোর্ডও নওয়াজ শরিফকে বিদেশে চিকিৎসা নেয়ার সুপারিশ করেছে। আমরা সবাই নওয়াজ শরীফের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। আমি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা কেউই তার স্বাস্থ্যের ব্যাপারে কোনো রকমের ঝুঁকি নেব না। তার নাম আজই এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হবে।