মিয়ানমারের বিরুদ্ধে মামলা: গাম্বিয়ার পদক্ষেপকে স্বাগত জানালো কানাডা

রোহিঙ্গা ‘গণহত্যা ‘ অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার মামলাকে স্বাগত জানিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, গাম্বিয়ার এই আবেদনকে স্বাগত জানায় কানাডা।

thumbs_b_c_42ce301637ea8bbbd09615969ebec3b0

১১ নভেম্বর সোমবার মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিপীড়নকে গণহত্যা আখ্যা দিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের কাছে বিচার চায় আফ্রিকার দেশ গাম্বিয়া। নিধনযজ্ঞ পেরিয়ে যাওয়ার প্রায় আড়াই বছর পর প্রথমবারের মতো কোনও দেশ এমন পদক্ষেপ নেয়।

কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পদক্ষেপের মাধ্যমে গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত হবে।  এছাড়া ২০১৭ সালের আগস্টে সেখানে কাঠামোগত বৈষম্য, বিদ্বেষ ও জেন্ডারভিত্তিক সহিংসতাও বিচার হবে। তিনি আরও জানান, কানাডা এমন দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় যারা এই অপরাধীদের আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে চায়। সহযোগী দেশগুলোকে নিয়ে গাম্বিয়ার এই প্রচেষ্টায় সমর্থন দেওয়া হবে বলেও জানায় কানাডা। 

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাত লাখেরও বেশি মানুষ। ১৬ সেপ্টেম্বর প্রকাশিত জাতিসংঘের অনুসন্ধানী দলের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছিল, রাখাইনে এখনও ছয় লাখ রোহিঙ্গা থেকে গেছে। তারা শোচনীয় পরিস্থিতিতে বসবাস করছে।