বিক্ষোভের মুখে কুয়েত সরকারের পদত্যাগ

দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ ও সংস্কারের দাবিতে সরকারের বিরুদ্ধে সপ্তাহব্যাপী চলা বিক্ষোভের মুখে কুয়েতের মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংসদীয় অধিবেশন শেষে দেশটির আমির সাবাহ আল আহমাদ আল জাবির আল সাবাহ'র কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী। সরকারের মুখপাত্র তারেক আল মেজরেম এসব তথ্য নিশ্চিত করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবদেনে এসব তথ্য জানানো হয়েছে।

bcd0944e0eb54e3592f16fc27c745cf2_18

এর আগে গত মঙ্গলবার (১২ নভেম্বর) আল-সাবাহ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল-জারাহ আল-সাবাহর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দেশটির আইনপ্রণেতারা। তারপরই সরকারের পক্ষ থেকে এ পদত্যাগপত্র এলো। এর আগে চলতি মাসেই এ সরকারের অর্থমন্ত্রী নায়েফ আল-হাজরাফ ও গণপূর্ত মন্ত্রী জেনান বুশেহরি পদত্যাগ করেন। তারেক আল মেজরেম জানিয়েছেন, মন্ত্রীদের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন আইনপ্রণেতারা।

পদত্যাগী প্রধানমন্ত্রী প্রায় দশ বছর ধরে এই পদে ছিলেন। কুয়েতের আমির নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেবেন তা এখনও স্পষ্ট নয়।

কুয়েতে নির্বাচিত আইনপ্রণেতারা প্রশ্নবিদ্ধ হলে কিংবা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এলে প্রায়ই মন্ত্রিসভার পদত্যাগের ঘটনা ঘটে।