মোদির জাতীয়তাবাদ মুসলমানদের সঙ্গে উত্তেজনা তৈরি করে না: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শন দেশটির মুসলমানদের সঙ্গে উত্তেজনা তৈরি করে না। এমনটাই মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফরাসি সংবাদপত্র ল্য মঁদ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদ একটি বিচ্ছিন্নতাবাদী ধারণা। কিন্তু ভারতে এটি একটি ইতিবাচক শব্দ। এটি মুসলমানদের সঙ্গে উত্তেজনা তৈরি করে না। জাতীয়তাবাদীরাই ঔপনেবিশকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। ভারতে জাতীয়তাবাদ থেকেই আন্তর্জাতিকতাবাদ তৈরি হয়।noname
পশ্চিম দুনিয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সমস্যা হলো আপনারা আমাদের ওপর নিজেদের চিন্তাভাবনা চাপিয়ে দিতে চান।

বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে চীন-ভারত সম্পর্ক নিয়েও কথা বলেন এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘বিশ্ব ব্যবস্থায় আমরা প্রতিযোগিতা ও সহযোগিতার খুব উল্লেখযোগ্য মিশ্রণ দেখতে পাই। কারণ প্রতিটি দেশ তার নিজের স্বার্থ দেখে। যদি শুধু প্রতিযোগিতাই থাকে তাহলে আন্তর্জাতিক ব্যবস্থাই তো ভেঙে পড়বে। নিজেদের স্বার্থেই আমাদের বন্ধুত্ব বজায় রাখা প্রয়োজন।’ সূত্র: আউটলুক ইন্ডিয়া।