ইরানি বিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ইরানের সরকারবিরোধী বিক্ষোভের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এই সমর্থন ঘোষণা করেন।noname

১৫ নভেম্বর ইরানি কর্তৃপক্ষ সরকারি রেশনে দেওয়া পেট্রোলের দাম ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলে সেদিন থেকেই বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। শনিবার রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। সিরজান শহরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও লিখেছেন, ‘দেড় বছর আগেই আমি ইরানি জনগণকে বলেছিলাম, যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে আছে’।

বিক্ষোভের মধ্যে রবিবার জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অপচেষ্টা’ চালানোর জন্য ‘বিদেশি শত্রুদের’ দায়ী করেছেন।