ফ্রান্সে দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত, নিহত ১০

ফ্রান্সে দ্রুতগতির ট্রেন লাইনচ্যুতফ্রান্সে একটি দ্রুত গতিসম্পন্ন ট্রেন লাইনচ্যুত হয়ে ১০ জনের প্রাণহানি ঘটেছে। স্ট্রাসবারগ-প্যারিস লাইনে পরীক্ষামূলকভাবে চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। শনিবার এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, ট্রেনটি লাইনচ্যুত হয়ে যাওয়ার পর তাতে আগুন লেগে যায় এবং পাশের একটি খালে পড়ে যায়। এসময় ৪৯ রেলওয়ে কর্মী ছিলেন। তাদের মধ্যে ১০ জন নিহত হন ও ১১ জন গুরুতর আহত হন।

রেলওয়ে সূত্র আরও জানায়, অতিরিক্ত গতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ফ্রান্সের পরিবহনমন্ত্রী অ্যালেইন ভিদালিস ও পরিবেশমন্ত্রী সেগোলেন রয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে, ট্রেনটির ইঞ্জিন খালে অর্ধেক ডুবে গিয়েছে। পাশের মাঠে বগির ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

প্রসঙ্গত, দ্রুত গতির এই ট্রেনটি আগামী বছর চালু হওয়ার কথা ছিল। সূত্র: বিবিসি।

/ইউআর/এসটি/