ব্রাজিলে অ্যামাজন ধ্বংসের হার ১১ বছরের মধ্যে সর্বোচ্চ

ব্রাজিলে অ্যামাজন বনাঞ্চল ধ্বংসের পরিমাণ ১২ মাসে বেড়েছে ২৯ দশমিক ৫ শতাংশ। সোমবার দেশটির মহাকাশ সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স (আইএনপিই) জানিয়েছে, ২০০৮ সালের পর এই হার সর্বোচ্চ। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালের আগস্ট থেকে এ বছরের জুলাই পর্যন্ত বনাঞ্চলের ৯ হাজার ৭৬২ বর্গ কিলোমিটার ধ্বংস হয়েছে।noname

গত আগস্টে আইএনপিই জানায় প্রতিদিন রেকর্ড গতিতে পুড়ছে ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত অ্যামাজন জঙ্গল। পরিবেশবাদীরা বলছেন,অ্যামাজনকে বাণিজ্যের জন্য উন্মুক্ত করার সরকারি নীতির কারণেই আগুন লাগানোর মহোৎসব শুরু হয়। দেশটির বাণিজ্যপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর আমলে এই বনাঞ্চল ধ্বংসের গতি বেড়েছে। তবে ওই সময়ে আইএনপিই’র পরিসংখ্যানের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন প্রেসিডেন্ট বলসোনারো।

সোমবার ব্রাজিলের পরিবেশমন্ত্রী রিকার্ডো স্যালেস বন ধ্বংসের পরিমাণ বৃদ্ধির কথা স্বীকার করে নিয়ে এজন্য অবৈধ কাঠপাচারকারী ও ভূমি দখলকারীদের দায়ী করেন। এদের বিরুদ্ধে লড়তে নতুন কৌশল প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বলসোনারো সরকারের পরিবেশমন্ত্রী রিকার্ডো স্যালেস বলেন, আগামী বুধবার তিনি অ্যামাজন অঞ্চলের গভর্নরদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বনাঞ্চল ধ্বংস ঠেকানোর কৌশল নিয়ে আলোচনা করবেন।