মাত্র ২১ বছরেই বিচারক!

ভারতে মাত্র ২১ বছর বয়সে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন জয়পুরের মায়াঙ্ক প্রতাপ সিং। বয়সের দিক দিয়ে তিনিই ভারতের কনিষ্ঠ বিচারক। ২০১৮ সালের রাজস্থান জুডিসিয়াল সার্ভিসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এই পদে বসেন তিনি। এই খবর জানিয়েছে দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

Capture

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সংবাদমাধ্যম এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে প্রতাপ সিং বলেন, ‘বরাবরই দেশের আইন ব্যবস্থা ও বিচারের ওপর আমার অগাধ আস্থা। ভালো লাগতো এই পেশা। তাই স্বপ্ন ছিল, ভবিষ্যতে আইনকেই পেশা হিসেবে বেছে নেব। ২০১৪ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের এলএলবি কোর্স করি। আর ২০১৮ এতে এসে সেই স্বপ্নপূরণ হলো।’

প্রতাপ সিং এই বিশেষ কৃতিত্বের জন্য মা-বাবা, পরিবার, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছেন।

বিচারকের ওই পরীক্ষায় বসার ন্যূনতম বয়স ছিল ২৩ বছর। রাজস্থান হাইকোর্ট এ বছর তা আরও কমিয়ে ২১ বছর করেছে।

ভারতের কনিষ্ঠ বিচারক আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাজস্থান হাইকোর্টকে। তিনি বলেন, ‘কোর্ট ন্যূনতম বয়স না কমালে আমি পরীক্ষায় বসতে পারতাম না। আর এই বয়সে এত বড় সম্মানও পাওয়া হতো না আমার।’