কেনিয়ায় ভূমিধসে নিহত অন্তত ২৪

ভারী বৃষ্টিপাতে ভূমিধসের কারণে কেনিয়ার ওয়েস্ট পোকোট এলাকায় অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এদের মধ্যে শনিবার সাত শিশুসহ অন্তত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।noname

ভারী বৃষ্টিপাতের কারণে নিয়ারকুলিয়ান ও পারুয়া গ্রামে ভূমিধসের  কারণে এসব হতাহতের ঘটনা ঘটেছে। কর্মকর্তারা বলছেন, বন্যা কবলিত রাস্তা ও অন্তত একটি সেতু ভেসে যাওয়ায় গ্রাম দু্টি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসক জোয়েল বুলাল স্থানীয় সংবাদপত্র ডেইলি নেশনকে বলেছেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

কাউন্টি কমিশনার অ্যাপোলো ওকেলো বলেছেন অনেকেই আটকা পড়ে থাকতে পারেন তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। তিনি বলেন, যে জায়গায় সেতু ভেসে গেছে সেখানে আমরা পৌছানোর চেষ্টা করছি, কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে গাছ, মাটি ও অন্যান্য ধ্বংসস্তুপ রাস্তায় ছড়িয়ে থাকতে দেখা গেছে। এক টুইট বার্তায় কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, ব্যাপক ভূমিধসের মোকাবিলা করছে তারা।