সুরিনামের প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড

দক্ষিণ আমেরিকার দেশ সুরিনামের প্রেসিডেন্ট ডেসি বোতারসিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেনা অভ্যুত্থানের পর ১৯৮২ সালে ১৫ জন ভিন্নমতালম্বীকে হত্যার দায়ে শুক্রবার দেশটির একটি আদালত তাকে এ সাজা দেন। রায়ের পর তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে বর্তমানে চীন সফরে থাকা প্রেসিডেন্ট সফর সংক্ষিপ্ত করে শিগগিরই দেশে ফিরে আপিল করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।14
সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৯৮০-এর দশকে নেদারল্যান্ডের সাবেক উপনিবেশ সুরিনামের ক্ষমতায় আসেন ডেসি বোতারসি। শুক্রবার আদালতের আদেশে বলা হয়েছে, ১৯৮২ সালে সরকারের শীর্ষ ১৬ জন সমালোচককে অপহরণ করে বোতারসির অনুগত সেনাসদস্যরা। এসব সমালোচকদের মধ্যে আইনজীবী, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন। এদের মধ্যে ১৫ জনকে রাজধানী পারামারিবোতে ঔপনিবেশিক আমলের একটি দুর্গে নিয়ে হত্যা করা হয়। তবে এক ট্রেড ইউনিয়ন নেতা বেঁচে যান। পরে তিনিই বোতারসি-র বিরুদ্ধে ওইসব হত্যাকাণ্ডের প্রমাণ সরবরাহ করেন।

শুক্রবার রায় ঘোষণার সময় চীন সফরে ছিলেন বোতারসি। সেখান থেকে তার কিউবা সফরে যাওয়ার কথা ছিল। তবে বোতারসি-র রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান র‍্যামন আব্রাহাম বলেছেন, কিউবা সফর বাতিল করে শনি বা রবিবারের মধ্যে দেশে ফিরবেন প্রেসিডেন্ট। তার সঙ্গে টেলিফোনে নিবিড় যোগাযোগ রয়েছে দাবি করে আব্রাহাম জানিয়েছেন দলের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় বরাবরই অস্বীকার করে আসছেন ডেসি বোতারসি। রায়ের পর উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে সুরিনাম সরকার বলেছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

এদিকে এক যৌথ বিবৃতিতে সুরিনামে নিযুক্ত নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা বলেছেন, আইনের শাসন অনুযায়ী এই রায়ের বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ।