জর্ডানে অগ্নিকাণ্ড, ১৩ পাকিস্তানির মৃত্যু

জর্ডানের রাজধানী আম্মানের পশ্চিমাঞ্চলের দক্ষিণ চৌনা এলাকায় একটি খামারের অস্থায়ী আবাসনে আগুন লেগে ৮ শিশুসহ ১৩ জনের মৃত্য হয়েছে। তারা সবাই পাকিস্তানের নাগরিক। আগুনে দগ্ধ হয়েছে আরও তিনজন। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, সোমবার (২ ডিসেম্বর) ওই খামারে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে।

_109973679_058372818

জর্ডানের প্রধানমন্ত্রী ওমর আল রাজ্জাক এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনাটি দ্রুত তদন্তের আহ্বান জানান তিনি।

অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জর্ডান ভ্যালিতে বিভিন্ন বেসরকারি খামারে কয়েক হাজার বিদেশি শ্রমিক কাজ করে। শাক-সবজি এবং ফল উৎপাদনের জন্য ওই অঞ্চলের মাটি বেশ উর্বর। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের আরেকটি সূত্র জানিয়েছে, ওই অস্থায়ী নিবাসে দুইটি পরিবার বসবাস করত। এরা সবাই প্রবাসী শ্রমিক। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।