ট্রাম্প-এরদোয়ান বৈঠক: ১০ হাজার কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা

চলমান ন্যাটো সম্মেলনের পার্শ্ববৈঠকে আলোচনায় বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এই আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইস্যু ছাড়াও দ্বিপাক্ষিকে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্যের ব্যাপারে আলোচনা করেন দুই নেতা।

thumbs_b_c_2fca71d228f957e22ad15cb1073801e2

বুধবার যুক্তরাজ্যের লন্ডনে শুরু হয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলন। শুরু আগে থেকেই নানা আলোচনা চলছিল যার বেশিরভাগের কেন্দ্রেই ছিলেন এরদোয়ান। সিরিয়ায় কুর্দি বিরোধী অভিযান ও রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তার ওপর রুষ্ট অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো।

তবে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এরদোয়ানকে কোন তোপের মুখে পড়ার খবর পাওয়া যায়নি। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট তুরস্কের সঙ্গে জোটের বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে কথা বলেন। এছাড়া দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ১০ হাজার কোটি ডলারের পরিকল্পনা করেন তারা।  

সিরিয়ায় অভিযান চালানোয় এবং রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অনেকেই তুরস্কের ওপর ক্ষুব্ধ। গত মাসে বাল্টিক দেশগুলোতে ন্যাটোর প্রতিরক্ষা পরিকল্পনা প্রত্যাখ্যান করে তুরস্ক। তবে এর কারণ স্পষ্ট নয়। সিরিয়ায় তুর্কি অভিযানের পাশাপাশি এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আঙ্কারার ওপর চাপা ক্ষোভ রয়েছে ফ্রান্সের