নৌবাহিনীর জন্য নতুন ড্রোন উদ্বোধন করলো ইরান

ইরানি নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন একটি ড্রোন উদ্বোধন করেছে দেশটি। শনিবার সিমোর্গ নামের ড্রোনটি উদ্বোধন করা হয়।

nonameউদ্বোধনী অনুষ্ঠানে দেশটির সামরিক বাহিনীর সমন্বয়কারী ও সাবেক নৌকমান্ডার হাবিবুল্লাহ সাইয়্যারি এবং বর্তমান নৌকমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদিসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এ ড্রোন পর্যবেক্ষণ তৎপরতার পাশাপাশি যুদ্ধেও অংশ নিতে সক্ষম। ইলেক্ট্রনিক যুদ্ধের সক্ষমতাও রয়েছে এর। ড্রোনটি এক হাজার ৫০০ কিলোমিটার দূরত্বে গিয়ে অভিযান চালাতে সক্ষম। এটি টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন করতে পারে এবং ২৫ হাজার ফুট ওপর দিয়ে চলাচল করতে পারে। সূত্র: পার্স টুডে।