নেহরু-গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত মন্তব্য, কারাগারে বলিউড তারকা

নেহরু ও গান্ধী পরিবার নিয়ে নেতিবাচক মন্তব্য করায় গ্রেফতার করা হয়েছে বলিউড তারকা পায়েল রাস্তোগিকে। জামিনের আবেদন করলেও তা নাকচ করে আট দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পায়েলের দাবি,  বাক-স্বাধীনতা এখন রসিকতায় পরিণত হয়েছে।

noname

গত ২১ সেপ্টেম্বর অভিনেত্রী পায়েলের বিরুদ্ধে নেহরু পরিবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে। তাকে আটক করার কথা নিশ্চিত করে বুন্দির পুলিশ সুপার মমতা গুপ্তা বলেন, 'আহমেদাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মোতিলাল মেহরুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।'

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ট্যুইটারে সরব হয়েছেন পায়েল। বাক-স্বাধীনতা রসিকতায় পরিণত হয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, 'মোতিলাল নেহরুকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম। তাতে ব্যবহৃত তথ্য গুগল থেকেই নেওয়া।’

প্রধানমন্ত্রীর দফতর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পোস্টটি ট্যাগ করেছেন পায়েল। মোতিলাল নেহরুর পাশাপাশি জওহরলাল নেহরু, তার স্ত্রী কমলা নেহরু, ফিরোজ গান্ধী ও ইন্দিরা গান্ধীকে নিয়েও পায়েল বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।