দিয়া মির্জার প্রশ্ন, আমি কি ভারতীয়?

এবার ভারতের নাগরিকত্ব আইনের সমালোচনায় সরব হলেন বলিউড অভিনেত্রী ও প্রযোজক দিয়া মির্জা। বুধবার (১৮ ডিসেম্বর) এক টুইটার বার্তায় তিনি প্রশ্ন তোলেন, ‘আমার মা হিন্দু, বাবা খ্রিস্টান, আর যিনি লালন-পালন করেছেন তিনি মুসলিম, তাহলে কি আমি ভারতীয়?’ 

noname

ভারতের সচেতন নাগরিক সমাজের অংশ হিসেবে বলিউড তারকারাও ক্রমেই সরব হতে শুরু করেছে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে। কমল হাসান থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া পর্যন্ত অনেকেই মোদি সরকারের ভূমিকায় ক্ষোভ জানিয়েছেন।

বুধবার দিয়া মির্জা এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমার মা হিন্দু। জন্মদাতা বাবা খ্রিস্টান। আর যিনি আমাকে দত্তক নিয়েছিলেন তিনি একজন মুসলিম। সরকারিভাবে আমার নামে যে কাগজপত্র আছে সেখানে আমার ধর্মের জায়গাটা ফাঁকা রয়েছে। তাহলে ভারতীয় প্রমাণ করতে কি আমার ধর্ম থাকতে হবে? আমি এটা কখনও করিনি, আশা করি ভবিষ্যতেও করবো না।’

 

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। গত ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হওয়া বিলটি শুরু থেকেই মুসলিমবিরোধী আখ্যা পেয়েছে। বিতর্কিত এই আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব একাধিক রাজনৈতিক দল। চলছে দফায় দফায় বিক্ষোভ।