নিউ ইয়র্কে চাপাতি দিয়ে ইহুদি যাজকের বাড়িতে হামলা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চাপাতির হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) মনসের ফরশে রোডের এক ইহুদি যাজকের বাসায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে সেখানে হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি।_110333820_mediaitem110333819

 

নিউ ইয়র্ক থেকে ৪৮ কিলোমিটার উত্তরে মনসে ইহুদি ধর্মযাজকের বাড়িতে হনুক্কা উৎসব (ইহুদিদের আলোর উৎসব, জেরুজালেমে দ্বিতীয় মন্দির পুনঃনির্মাণের স্মরণে করা হয়) চলাকালে চাপাতি দিয়ে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে হাডসনের ওজেপিএসির সহ-প্রতিষ্ঠাতা ইয়োসি গেসটেটনার বলেছেন, হামলার সময় বাড়িটিতে অনেক মানুষ ছিল। অ্যারোন খোন (৬৫) সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি আমার জন্য প্রার্থনা করছিলাম। হামলাকারী দরোজা দিয়ে প্রবেশ করে ডান পাশ দিয়ে আক্রমণ শুরু করে। তাদের প্রতিহত করার মতো সময় আমরা পাইনি।’ তিনি আরও বলেন, উপাসনালয় সিনাগগের দরোজা দিয়ে প্রবেশের চেষ্টা করেছিল। তবে ভেতরের লোকজন দরোজা বন্ধ করায় সে প্রবেশ করতে পারিনি।

যুক্তরাষ্ট্রের অর্থডক্স জিউস পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল (ওজেপিএসি) এক টুইটবার্তায় লিখেছে, আহতদের একজন অন্তত ছয়বার হামলার শিকার হয়েছে। হামলার একদিন পর রবিবার নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ইহুদিবিরোধী হুমকি ও হামলার পর ওইসব এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কিউমো এক বিবৃতিতে হামলাগুলোকে ঘৃণ্য ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেছেন, যে কোনও ধরনের ধর্মান্ধতা ও ইহুদিবিদ্বেষ আমাদের বৈচিত্র্যময় মূল্যবোধের জন্য বেমানান। আমরা এমন ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে আছি।

হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। তিনি টুইটবার্তায় লিখেছেন, এমন ঘৃণ্য কাজের ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়েছে আমাদের প্রশাসন। নিউ ইয়র্কের পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট জানিয়েছে, বিষয়টি তাদের গভীর পর্যবেক্ষণে রয়েছে।