সামাজিক যোগাযোগ মাধ্যমে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিব সেনা নেতা উদ্ধব ঠাকরের সমালোচনা করার পর এক ব্যক্তির শরীরে কালি ঢেলে দিয়েছে দলটির এক নারী কর্মী। টুইটার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ফোনে আলাপরত ওই ব্যক্তির গায়ে কালি ঢেলে দিচ্ছেন এক নারী। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত কয়েক দিনে দ্বিতীয়বারের মতো এ ধরনের ঘটনা ঘটলো।
মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই টুইটারে একটি ভিডিও পোস্ট করে এক ব্যক্তির শরীরে কালি ঢেলে দেওয়ার খবর জানায়। ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, কমলা ও সবুজ রংয়ের শাড়ি পরিহিত এক নারী ওই ব্যক্তিকে শাসাচ্ছেন। ওই সময়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য লোকজন তাদের দিকে তাকিয়ে ছিল। ফোনে আলাপরত ব্যক্তিটিকে কালি লাগানোর পরও নড়তে দেখা যায়নি। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, মহারাষ্ট্রে বিদ জেলায় এই ঘটনা ঘটেছে।
#WATCH Maharashtra: Ink poured on a man reportedly by a woman Shiv Sena worker, in Beed allegedly over his social media post criticising Chief Minister Uddhav Thackeray. (30.12.19) pic.twitter.com/xH6QzTiDzx
— ANI (@ANI) December 30, 2019
গত সপ্তাহে মুম্বাইয়ের ওয়াদালার বাসিন্দ হিরামাই তিওয়ারি অভিযোগ করেন, উদ্ধব ঠাকরে’র সমালোচনা করায় তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, '১৯ ডিসেম্বর আমি পোস্ট দিয়ে বলেছিলাম জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে জালিয়ানওয়ালাবাগের সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ভুল করেছেন। এরপরই ২৫-৩০ জন এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাথা ন্যাড়া করে দেয়।'