নতুন ধরনের অস্ত্র নিয়ে ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

আক্রান্ত হলে ইরানে ‘নতুন’ ধরনের অস্ত্র নিয়ে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টুইটে ট্রাম্প বলেন, ‘সামরিক সরঞ্জামে মাত্র দুই ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। আধুনিক অস্ত্রে আমরাই সবচেয়ে বড় ও যতদূর জানি বিশ্বে সেরা। ইরান যদি আমেরিকান ঘাঁটি ও নাগরিকদের ওপর হামলা চালায় তাহলে কোনও ধরনের বিলম্ব ছাড়াই আমরা কিছু নতুন মডেলের অস্ত্র পাঠাবো।’

গত শুক্রবার ইরাকে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষস্থানীয় কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দফায় দফায় প্রতিশোধের হুঁশিয়ারি উচ্চারণ করে তেহরান। এর প্রেক্ষিতেই রবিবার টুইটারে দেওয়া পোস্টে পাল্টা এ হুঁশিয়ারি দেন ট্রাম্প।

এর আগে আরেক টুইটে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের ওপর হামলা করেছিল, আমরাও তাদের ওপর হামলা করেছি। তারা যদি আবারও হামলা চালায় তাহলে আগের থেকেও বড় হামলা চালাবো।’ মার্কিন স্বার্থ বা নাগরিকদের ওপর হামলা চালালে ইরানের ৫২টি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প।