টানা দ্বিতীয় রাতে বাগদাদে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে এক রাতে ছয়টি রকেট আঘাত হেনেছে। এর মধ্যে তিনটিই আঘাত হেনেছে বিদেশি দূতাবাস ও সরকারি ভবন অধ্যুষিত সুরক্ষিত গ্রিনজোনে। রবিবার ইরাকি সেনাবাহিনী জানিয়েছে, বাকি তিনটি রকেট জাদরিয়া এলাকায় আঘাত হেনেছে। পুলিশ সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এসব হামলায় অন্তত ছয় জন আহত হয়েছে।noname

বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ওয়াশিংটন-তেহরান উত্তেজনা বেড়েছে। ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর গত শনিবার রাতে বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনা ঘটে। উত্তরাঞ্চলীয় এক প্রদেশে মার্কিন সেনা অবস্থান করা এক বিমানঘাঁটিতেও রকেট হামলার খবর পাওয়া যায়।

রবিবার টানা দ্বিতীয় রাতের মতো বাগদাদের গ্রিনজোনে রকেট হামলা চালানো হয়। এনিয়ে গত দুই মাসে ১৪তম বার মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটলো। এছাড়া তৃতীয় আরেকটি রকেট গ্রিন জোনের বাইরে বসবাসরত এক পরিবারের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে চার জন আহত হয়।