মোদি সরকারের কাছে জেএনইউ-এর প্রকৃত ঘটনা জানতে চান অভিজিত

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) রবিবার শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে বহিরাগতদের তাণ্ডবে মাথা ফেটে যায় জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। আহত হন আরও অনেকে। হামলায় নরেন্দ্র মোদির দল বিজেপি-র মিত্র আরএসএস-এর ছাত্র সংগঠনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এমন পরিস্থিতিতে মোদি সরকারের কাছে জেএনইউ-এর প্রকৃত ঘটনা জানতে চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বন্দ্যোপাধ্যায়।noname
অভিজিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মনে করি যে কোনও ভারতীয় যারা বিশ্বে দেশের ভাবমূর্তির জন্য ভাবেন, তারা সবাই চিন্তিত। জার্মানি যখন নাৎসি জমানায় রূপান্তরিত হচ্ছিল সেই বছরগুলোর ছায়াই যেন দেখা যাচ্ছে।’

নোবেলজয়ী এই ভারতীয় অর্থনীতিবিদ বলেন, ‘‌সরকারের উচিত কি ঘটনা ঘটেছে তার আসল সত্য তুলে ধরা। অভিযোগ–পাল্টা অভিযোগের মধ্যে না গিয়ে প্রকৃত দোষীদের শনাক্ত করা উচিত।’

৮০-এর দশকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা অভিজিৎ বলেন, ‘‌যারা এ ঘটনায় আহত হয়েছেন তাদের নিয়ে আমি সত্যিই খুব উদ্বিগ্ন। প্রার্থনা করবো সবাই যেন দ্রুত সেরে উঠেন।’

জেএনইউ আর অভিজিতের সম্পর্কটা আসলে এমনই। শুধু উচ্চশিক্ষাই নয়, এই বিশ্ববিদ্যালয় তো তার জীবনই অনেকটা গড়ে দিয়েছে। তাই নোবেলজয়ের পর দেশে পা দিয়েই ছুটেছিলেন প্রিয় ক্যাম্পাসে। টিটি খেলে, আড্ডা দিয়ে, নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের সঙ্গে ছবি তুলে সময় কাটিয়েছিলেন। সেই ক্যাম্পাসের এমন রক্তাক্ত ছবি তাকে আঘাত করবেই। জেএনইউ-তে অধ্যয়নকালে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন অভিজিৎ। আন্দোলনে শামিল হয়ে জেলও খাটতে হয়েছে। ফলে ছাত্র রাজনীতির এপিঠ–ওপিঠ তার বেশ ভালোভাবেই জানা। সূত্র: ওয়ান ইন্ডিয়া।