নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৩০

নাইজেরিয়ার সীমান্তবর্তী বর্নো রাজ্যের একটি সেতু সংলগ্ন বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৫ জন। সোমবার (৬ জানুয়ারি) জঙ্গিদের পেতে রাখা বোমার বিস্ফোরণে তারা হতাহত হয়।

51908121_303

জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের প্রতিবেদনে জানানো হয়েছে, নাইজেরিয়ার গ্যামবরু ও ক্যামেরুনের ফটোকল শহরকে যুক্ত করেছে এমন একটি সেতু সংলগ্ন বাজারে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অন্তত ৩০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের মধ্যে নাইজেরিয়া ও ক্যামেরুন দুই দেশের নাগরিকই রয়েছে।

ক্যামেরুনের ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ‘এক যুবক লোহার বল মনে করে বোমা হাতে তুলে নেয়। তারপরই বিস্ফোরণ হয়।’

এদিকে এখনও পর্যন্ত কেউ বোমা হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির সরকারি কর্মকর্তারা জঙ্গি সংগঠন বোকো হারামকে ওই হামলার জন্যে দায়ী করেছেন।