সক্ষমতার সামান্যই দেখিয়েছি: ইরান

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বলেছেন, তার দেশ সক্ষমতার সামান্যই দেখিয়েছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এর প্রতিশোধ নেয় তাহলে আরও কঠিন ও বিধ্বংসী জবাব দেবে তেহরান।
ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেন, মার্কিন কর্মকর্তাদের ইরানের ক্ষমতা অনুধাবন করা এবং দেশটির ‘সন্ত্রাসী সেনাদের’ এ অঞ্চল ছেড়ে যাওয়ার সময় এসেছে।

এর আগে ইরানের সেনাবাহিনী আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে সতর্ক করে বলা হয়েছে, ইরানের মাটিতে বোমাবর্ষণ করা হলে যুক্তরাষ্ট্রের মিত্র সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ইসরায়েলের হাইফায় হামলা চালাবে তেহরান।

আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল ও আমিরাতের শহর দুটিকে গুঁড়িয়ে দিতেই এ হামলা চালানো হবে। এর আগে ৮ জানুয়ারি ভোরে ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলার পরই ইসরায়েল ও আমিরাতে হামলার এই  হুঁশিয়ারি দেয় দেশটি।