মার্কিন রণতরীকে ধাওয়া করেছে রুশ জাহাজ (ভিডিও)

উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ-পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের একটি রণতরীর পিছু ধাওয়া করেছে রাশিয়ার একটি জাহাজ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উত্তর আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফারাগাটের দিকে ‘আক্রমণাত্মকভাবে’ এগিয়ে যায় ওই জাহাজটি। মার্কিন নৌবাহিনী শুক্রবার অভিযোগ করেছে, রাশিয়ার ওই যুদ্ধজাহাজটি মার্কিন জাহাজ থেকে পাঠানো সতর্কতাকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছে। অন্যদিকে পাল্টা অভিযোগে রাশিয়া বলছে, মধ্যপ্রাচ্যের পানিসীমায় বিপজ্জনক কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র।

image-265809-1578738791

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার যুদ্ধজাহাজটি খুব দ্রুত এবং আক্রমণাত্মকভাবে মার্কিন যুদ্ধজাহাজ ফারাগাটের পিছু ধাওয়া করছে। এটাই মার্কিন ও রাশিয়ান সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার সর্বশেষ ঘটনা বলে দাবি করেছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, এর মাধ্যমে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।

প্রায় সাত মাস আগে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন ও রাশিয়ার যুদ্ধজাহাজ এতো কাছাকাছি এসেছিল। তখন দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ এড়াতে মার্কিন জাহাজকে কৌশল অবলম্বন করতে হয়েছিল। এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যের পানিসীমায় টহলরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বলেছে, আন্তর্জাতিক সংকেতের নিয়ম মেনে সংঘর্ষের আশঙ্কা থেকে ইএসএস ফারাগাট পাঁচটি ছোট ছোট বিস্ফোরণ ঘটায়। এছাড়া রাশিয়ান জাহাজটিকে গতিপথ বদলেরও অনুরোধ করা হয়। তবে, প্রথমে অস্বীকার করলেও পরে গতিপথ বদল করে তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইউএসএস ফারাগাট বিপজ্জনক কৌশল অবলম্বন করেছিল। মার্কিন নৌবাহিনী ‘বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’ এবং তারা ‘অপেশাদারি’ আচরণ করে।



ভিডিও: