ভারতে বোমা আতঙ্কে মাঝ আকাশ থেকে নামলো বিমান

ভারতে বোমা আতঙ্কে মাঝ আকাশ থেকে নামলো এয়ার এশিয়ার একটি বিমান। একজন নারী যাত্রী বোমা নিয়ে উঠেছেন; এমন খবরে দ্রুত মাঝ আকাশ থেকে ফের কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে মুম্বাইগামী বিমানটি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।12
প্রতিবেদনে বলা হয়, শনিবার বিমানটি উড্ডয়ন করে কিছু দূর যাওয়ার পর মোহিনি মণ্ডল নামের ২৫ বছরের এক নারী একজন বিমানকর্মীকে একটি কাগজ পাইলটকে পৌঁছে দিতে বলেন। সেই কাগজে লেখা ছিল, তার শরীরের সঙ্গে বোমা বাঁধা আছে। যে কোনও সময়ে সেটির বিস্ফোরণ ঘটিয়ে প্লেনটি উড়িয়ে দেওয়া হতে পারে।

ওই হুমকি পাওয়ার পরই জরুরি অবতরণ করেন পাইলট। বিমান মাটিতে নামতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত নারীকে।

শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে প্লেনটি বিমানবন্দর ছাড়ে। বোমা আতঙ্কে এক ঘণ্টা পর সেটি ফের কলকাতায় অবতরণ করে।

জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ফাঁকা জায়গায়। সব যাত্রীকে হেফাজতে নেয় নিরাপত্তা বাহিনী। চিরুনি তল্লাশি চালানো হয় বিমানের ভেতর। তবে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে অভিযুক্ত নারী ওই হুমকি দিয়েছিল কিনা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।