ইরানের কাছে জবাব চাইবেন ট্রুডো

ইরানে ভূপাতিত ইউক্রেন এয়ারলাইন্সের বিমানে নিহত অর্ধশতাধিক কানাডিয়ান নাগরিকের এক  স্মরণসভায় যোগ দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আলবার্টা প্রদেশের রাজধানী অ্যাডমন্টের ওই শোকসভায় তিনি ইরানের কাছ থেকে বিমান ভূপাতিতের জবাব ও ন্যায়বিচার চাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।ইরানে ভূপাতিত বিমানের ধ্বংসাবশেষ

গত ৮ জানুয়ারি (বুধবার) সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের পরপরই ১৮০ যাত্রীসহ বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়। নিহত আরোহীদের ৫৭ জন কানাডার নাগরিক। প্রথমে বিমানটি ভূপাতিত করার কথা অস্বীকার করলেও গত শনিবার বিমানটি ভুল করে ভূপাতিত করার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ইরান।

 রবিবার নিহত নাগরিকদের স্বজনদের উদ্দেশে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিপর্যয় কখনও প্রত্যাশিত নয় আর আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এই কঠিন মুহূর্তে আমার পূর্ণ সমর্থন পাবেন আপনারা...’। অ্যাডমন্টের একটি বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই হাজার মানুষের সভায় জাস্টিন ট্রুডো বলেন, ‘উত্তর পাওয়ার আগ পর্যন্ত আমরা বিশ্রাম নেব না’।

প্রসঙ্গত, বিমান ভূপাতিতের ঘটনা তদন্তে কানাডা, ইউক্রেন ও নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িংকে আমন্ত্রণ জানিয়েছে ইরান। এই ঘটনায় দায়ীদের জবাবদিহিতা ও বিচার নিশ্চিতের ঘোষণা দিয়েছে তারা।