বিক্ষোভকারীদের পক্ষে ট্রাম্পের টুইট প্রত্যাখ্যান ইরানের

ইরানে চলমান বিক্ষোভে আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা টুইট প্রত্যাখ্যান করেছে ইরান সরকার। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ইরানি জনগণ মনে রাখবে যে ট্রাম্প একজন ইরানি জেনারেলকে হত্যা করেছে।

https___cdn.cnn.com_cnnnext_dam_assets_200109165329-01-trump-departs-wh-0109

গত ৮ জানুয়ারি (বুধবার) জেনারেল সোলাইমানি হত্যার বদলা নিতে মার্কিন বিমান ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার দিনেই ১৭৬ আরোহীসহ বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বিমান। ঘটনার কয়েকদিনের মাথায় মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক তাদের অনুসন্ধানে দাবি করে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। প্রথমে অস্বীকার করলেও এক পর্যায়ে তেহরান বিমান ভূপাতিত করার কথা স্বীকার করে। এরপর থেকেই সেখানে বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভের পর এক  টুইটে ট্রাম্প জানান, তিনি আন্দোলনকারীদের সঙ্গে আছেন। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘ইরানের নেতাদের উদ্দেশ্য করে বলছি বিক্ষোভাকরীদের হত্যা করবেন না। বিশ্ব দেখছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যুক্তরাষ্ট্র নজর রাখছে।

ইরান সরকারের মুখপাত্র আলি রাবি বলেন, ট্রাম্প ইরানি জনগণের জন্য ‘মায়া কান্না’ কাঁদছেন। ইরানিরা ভুলে যায়নি যে তিনি একজন দেশপ্রেমিক জেনারেলকে হত্যা করেছেন এবং ইরানের অর্থনৈতিক উন্নয়নে বাধা তৈরি করেছেন।