যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর না করেই রাশিয়ার রাজধানী মস্কো ছেড়েছেন লিবিয়ার বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতার। গত সোমবার লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার ওই খসড়া চুক্তিতে স্বাক্ষর করলেও মঙ্গলবার সকাল পর্যন্ত সময় চায় হাফতার বাহিনী। তবে এদিন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার মস্কো ছাড়ার খবর জানিয়েছে।
সম্পতি ইস্তানবুলে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লিবিয়ার দুই পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানান। ত্রিপোলির জাতিসংঘ সমর্থিত সরকার এই আহ্বানকে স্বাগত জানায়। পরে হাফতার বাহিনী ওই আহ্বান মেনে নিয়ে রাশিয়ায় লিবিয়ার সরকারের সঙ্গে আলোচনায় বসে। এতে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া নিয়ে আলোচনা হয়। সোমবারের আলোচনা শেষে চুক্তি স্বাক্ষরের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখান রুশ পররাষ্ট্রমন্ত্রী।
আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, খসড়া চুক্তিতে হাফতারের নেতৃত্বাধীন ন্যাশনাল আর্মির অনেক দাবি পূরণ হয়নি।