বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে বাংলাদেশকে ভুলবশত ‘যুদ্ধবিধ্বস্ত’ হিসেবে উল্লেখ করার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে সংস্থাটি জানায়, ভবিষ্যতে যেন এমন ভুল না হয়, সে ব্যাপারে তারা সতর্ক থাকবে।

Untitled-1 copy

সম্প্রতি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ছবি দিয়ে বাংলাদেশের নাম উল্লেখ করেছিলো অ্যামনেস্টি।  বলা হয়েছিলো বাংলাদেশে যুদ্ধ চলছে। পরে মঙ্গলবার নিজেদের ভুল বুঝতে পেরে এক বিবৃতির মাধ্যমে ক্ষমা চায় মানবাধিকার সংস্থাটি।

বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানুষ কীভাবে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে সম্প্রতি তা নিয়ে একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। সেখানে সিরিয়ার ছবি সংযুক্ত করা হয়। কিন্তু ভুলবশত ছবিতে বাংলাদেশের নাম দেখানো হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে অ্যামনেস্টি বিবৃতিতে জানায়,  ‘আমরা স্বীকার করছি বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশের অন্তর্ভুক্ত নয় বরং মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের শিকার হয়ে সেখানে যাওয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।’

ওই বিজ্ঞাপনটি সংশোধন করে নেওয়া হয়েছে জানিয়ে অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে যেন এমন ভুল আর না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে।