গুয়াতেমালায় বিদায়ী প্রেসিডেন্টকে ডিম মারলো বিক্ষোভকারীরা

গুয়াতেমালায় সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জিমি মোরালেসকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে আন্দোলনকারীরা। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে তার ওপর এই হামলা হয়। ব্রিটিশ  বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

download

দুর্নীতির অভিযোগে মোরালেসের বিরুদ্ধে গত বছর গুয়াতেমালায় ব্যাপক বিক্ষোভ হয়। তার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে। তবে প্রেসিডেন্ট থাকাকালে সাংবিধানিকভাবে দায়মুক্তির সুবিধা ভোগ করেছেন তিনি। মঙ্গলবার প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর পরপর তার সেই দায়মুক্তির অবসান ঘটে। এরপরই তার ওপর চড়াও হন বিক্ষোভকারীরা।

মোরালেস ও ক্যাবরেরা যখন হোটেলে পৌঁছার চেষ্টা করছিলেন তখন বিক্ষোভকারীরা রাস্তায় তার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। এ সময় তারা ‘মোরালেস হত্যাকারী’ বলে স্লোগান দেয়। এক পর্যায়ে মোরালেসকে লক্ষ্য করে ডিম ও প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা।

মঙ্গলবার প্রেসিডেন্ট হিসেবে মোরালেসের মেয়াদ শেষ হয়। রাতেই মধ্য আমেরিকার আঞ্চলিক পার্লামেন্টের সদস্য হিসেবে একটি হোটেলে শপথ নিতে যান তিনি ও তার সময়কালীন ভাইস প্রেসিডেন্ট জাফেথ ক্যাবরেরা।  এরপরই বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন তারা।